প্রতিঘণ্টায় ৮ জন ভর্তি হাসপাতালে, বেডের তীব্র সংকট।

বেড়েই চলেছে করোনা সংক্রমণ, প্রতিঘণ্টায় ৮ জন করে ভর্তি হচ্ছেন হাসপাতালের আইসোলেশনে। ফলে সংকট বাড়ছে আইসোলেশন সেন্টারগুলোতে।

করোনা সংক্রমণ বাড়ায় রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খালি মাত্র ১১টি বেড; বেসরকারিতে এ সংখ্যা ৪৬। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন।

অন্যদিকে, মুগদা জেনারেল ও কুয়তে মৈত্রী হাসপাতালে প্রতিদিন বেলা ১১টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে করোনা পরীক্ষার কিট। ফলে গত চারদিন ধরেই পরীক্ষা ছাড়াই করোনার উপসর্গ নিয়ে ফিরে যাচ্ছে শতাধিক মানুষ। জুলাইয়ের পর আজ সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখেছে বাংলাদেশ।
গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে আরও ২৫ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হলো ৮ হাজার ৭৬৩ জনের। জানা যায়, মৃত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।

বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৬৭ জনের শরীরে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here