বর্ষার ন্যায় শীতেও ডেঙ্গুর প্রকোপ

স্টাফ রিপোর্টারঃ

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি ডিসেম্বর মাসে ঢাকার চেয়ে অন্যান্য জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বেশি। এ মাসে ১ হাজার ১৭২ জনের মধ্যে ঢাকায় ৫৮০ জন এবং ঢাকার বাইরে ৫৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

২৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ২৮ হাজার ৩৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ বছর মোট আক্রান্তের ৪ হাজার ৭৮৩ জন ঢাকার বাইরের ছিলো বলে জানা গেছে।

এইডিস এজিপ্টি ও এইডিস অ্যালবোপিক্টাস মশা ডেঙ্গু ভাইরাসের বাহক। ঢাকাসহ বড় শহরগুলোতে এইডিস এজিপ্টি ডেঙ্গু ছড়ালেও ঢাকার বাইরে গ্রামাঞ্চলে ডেঙ্গুর জন্য এইডিস অ্যালবোপিকটাসকেও দায়ী করা হয়ে থাকে।

মার্চ থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রোগী পাওয়া যায় বেশি। তবে ২০১৪ সালের পর থেকে বছরের অন্যান্য মাসেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. বে-নজীর আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন এরজন্য অনেকটাই দায়ী। এখন বৃষ্টির মৌসুম ছাড়াও বৃষ্টি হয় বলে ডেঙ্গু সারা বছর জুড়েই কম বেশি থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here