বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা নিজেদের বিশ্বসেরা প্রমাণ করেছেন: মার্কিন রাষ্ট্রদূত

টিপু সুলতান
সিনিয়র রিপোর্টার

মহামারী করোনাকালীন সময়ে , রোহিঙ্গা ক্যাম্পকে করোনা থেকে রক্ষা করে এ দেশের স্বাস্থ্যকর্মীরা নিজেদের বিশ্ব সেরা প্রমাণ করেছে বলে মনে করেন, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট।

করোনা মহামারিতে দেশজুড়ে যখন আতঙ্ক, তখন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বন্ধ করে দেয়া হয় বহিরাগতদের আসা যাওয়া। কমিউনিটি লিডার ও ইমামদের মাধ্যমে সচেতন করার চেষ্টা করে সরকার, জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সংস্থা। যার সুফলও মেলে। এক বছরে ৩১ হাজার ৯৫১ জনের করোনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে মাত্র ৪১৫ জন।

গত সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বিশ্ব যখন হিশমিশ খাচ্ছে তখন রোহিঙ্গা ক্যাম্পকে করোনার ছোবল থেকে মুক্ত রাখা অসাধ্যকে সাধন করার মতই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here