বাংলাদেশ নিউট্রিশন এন্ড ডায়েটেটিকস ফোরাম (বিএনডিএফ) ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বাংলাদেশ নিউট্রিশন এন্ড ডায়েটেটিকস ফোরাম (বিএনডিএফ) ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ই আগস্ট (শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বার্ষিক সভার আয়োজন করেছে। সভাটি অনুষ্ঠিত হয় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ ( 3D সেমিনার হল) এ। উক্ত অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার মহুয়া (প্রেসিডেন্ট অফ বিএনডিএফ)।বিএনডিএফ এর সাধারন সম্পাদক তামান্না চৌধুরীর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সেমিনারের সূচনা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহীন আহমেদ (ফর্মার প্রিন্সিপাল এন্ড নিউট্রিশন হেড -গভঃ কলেজ অফ এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স) এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন -প্রফেসর ডক্টর সৈয়দ মোদাসসের আলী,উপদেষ্টা-বিএনডিএফ (চেয়ারম্যান, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) ,প্রফেসর ডক্টর লিয়াকত আলী,উপদেষ্টা -বিএনডিএফ( চিফ সায়েন্টিস্ট এন্ড এডভাইজর-পথিক্রিত ইন্সটিটিউট অফ হেলথ স্টাডিজ (পিআইএচএস), সায়েদা সালেহা সালেহীন সুলতানা আপা(এসোসিয়েট প্রফেসর,গভঃ কলেজ অফ এ্যাপলাইড হিউম্যান সায়েন্স) এবং লবি রহমান আপা (কুলিনারি আর্টিস্ট)।বিএনডিএফ এর সহকারী সাধারণ সম্পাদক চৌধুরী তাসনীম হাসিনের সমাপনি বক্তব্বের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।সম্পূর্ণ সভাটির সঞ্চালনায় ছিলেন শায়লা সাবরিন শর্মী এবং নিশাত শারমিন নিশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here