বিএমএ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) আজ বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন আবেগতাড়িত কন্ঠে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন ও তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, ঘাতকেরা শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হননি বরং বাঙালির মানসপট থেকে চিরতরে মুছে দিতে নানা হীন ষড়যন্ত্র করেছিলেন। এদেশের সাধারণ মানুষ ঘাতকদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছেন এবং খুনীদের বিচার করে রায় কার্যকর করেছেন।এর আগে সকালে বিএমএর মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে প্রাণের টানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনায় যে সকল চিকিৎসক অংশগ্রহন করেছেন বিএমএ মহাসচিব তাদেরকে ধন্যবাদ জানান। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে করোনা মহামারিতে আক্রান্ত ও বন্যাদূর্গতদের সেবার মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করি।উভয় অনুষ্ঠানেই বিএমএ কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যসহ ঢাকাস্থ বিভিন্ন ইনস্টিটিউট, হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসকগণ অংশগ্রহন করেন। এছাড়াও বিএমএ বঙ্গবন্ধু স্মরণে বিশেষ পোস্টার প্রকাশ, বিএমএ ভবনে প্রামান্য ভিডিওচিত্র প্রদর্শন ও রাজধানী ঢাকাসহ বিএমএ’র সকল শাখায় পোস্টার প্রদর্শনের ব্যবস্থা করেছে। বিএমএ শাখা সমূহও স্থানীয় ভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here