স্টাফ রিপোর্টারঃ দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি মেডিকেল কলেজ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ রেসিডেন্ট চিকিৎসকদের বিসিপিএস ট্রেনিং প্রদানের অনুমতি পেয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিসিপিএস হতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজকে এসংক্রান্ত অনুমোদনের একটি আদেশ হস্তান্তর করা হয়।
রেসিডেন্ট চিকিৎসকদের ১বছরের বিসিপিএস ট্রেনিং প্রদানের অনুমোদন দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। মেডিকেল কলেজটিকে আগামী ৫ বছর এই ট্রেনিং দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)।
বিসিপিএস এর অনুমোদন অনুযায়ী রেসিডেন্ট চিকিৎসকরা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস, পিডিয়াট্রিক্স, অটোলারিঙ্গোলজি ও অ্যানাস্থেসিওলজি এই ছয়টি বিষয়ে বিসিপিএস ট্রেনিং গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য একজন রেসিডেন্ট চিকিৎসক বিসিপিএস অনুমোদিত এই বিষয় গুলিতে এক বছর সময় ধরে ট্রেনিং নিতে পারবেন।