মঙ্গলবার থেকে ফ্রন্টলাইনারগণকে দিয়ে শুরু হচ্ছে কোভিডের বুস্টার ডোজ

রাজধানীর মধ্যো যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে ছিলেন এবং যাদের বয়স ৬০ বছরের বেশি তাদেরকে মঙ্গলবার থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হবে।

যাদের ২য় ডোজ নেয়ার মিনিমাম ৬মাস পার হয়েছে তাদের ফোনে অটোমেটিক ম্যাসেজ চলে যাবে এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন হবে না।

আজ সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, দেশের সবাইকেই দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। কাল থেকে সম্মুখসারির যোদ্ধা এবং ষাটোর্ধ বয়স্করা বুস্টার ডোজ পাবেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, “ওমিক্রনের থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার রিকশাওয়ালা থেকে সবাই ভ্যাকসিনের আওতায় আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক জানান , সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ এখনও চলমান। সে জন্য আপাতত শুধু ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরও কিছুদিন পর।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান,আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here