স্টাফ রিপোর্ট: যথাযত সম্মান ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালিত হয়েছে।নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরে মহাপরিচালক জনাব সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে এবং পরিচালক (প্রশাসন, শিক্ষা & প্রশিক্ষন) জনাব আব্দুল হাই এর সার্বিক ব্যাবস্থাপনায় সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এবারের শোক দিবসে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের ব্যাতিক্রমী আয়োজন ছিল সকল কর্মকর্তা কর্মচারীগনকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরন।আলোচনা সভায় আলোচকগন ১৫ আগষ্টের শোককে শক্তিতে রূপান্তর করার প্রত্যয় ব্যাক্ত করে জনগনের দোড়গড়ায় কাংখিত সেবা পৌছিয়ে দেয়ার মাধ্যমে জাতির পিতার সোনার বাংলা বিনির্মানের অঙ্গিকার ব্যাক্ত করেন।