রংপুর মেট্রো পুলিশের বিনামূল্যে করোনা পরীক্ষা ক্যাম্প স্থাপন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। রংপুর মেট্রো পুলিশের প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে পদার্পণে সেবাপক্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশের সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের এই ইউনিটটি।
আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। নগরীর মেডিকেল মোড় যাত্রী ছাউনিতে বিনামূল্যে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন ও মেডিকেল ক্যাম্প চালু করা হয়।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, “মানুষ যাতে সহজে করোনা পরীক্ষা করাতে পারে, সেজন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হল। সম্পূর্ণ বিনামূল্যে রংপুর নগরীর মানুষজন এ সুবিধা গ্রহণ করতে পারবেন।”

এ সময় উপস্থিত ছিলেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল চক্রবর্তী সহ মেট্রো পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নগরীর সর্বস্তরের মানুষ মেট্রোপলিটন পুলিশের এমন জনকল্যানমূলক কাজের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here