লকডাউনের মেয়াদের ব্যাপারে সিদ্ধান্ত বৃহস্পতিবার

চলমান লকডউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধন্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দেখি আমরা সাত দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করব ইনশাআল্লাহ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে জারি করা লকডউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধন্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকোবিলায় আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদান ছাড়া সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে বেচাকেনা করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here