সামনের সপ্তাহে দেশে প্রবল বৃষ্টিপাতের আশংকা।।

স্টাফ রিপোর্টারঃ

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল বৃষ্টিবলয় “আশা”। এটি একটি বহু প্রতিক্ষিত শক্তিশালী বৃষ্টি বলয়। এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চল সিলেট বিভাগে এবং সবচেয়ে কম সক্রিয় থাকবে চট্টগ্রাম বিভাগে।

এই বৃষ্টি বলয়ে সিলেট বিভাগের নিচু এলাকায় বন্যার সম্মুখিন হতেপারে, তাই সতর্ক থাকার পরামর্শ সিলেটের মানুষজনকে।

বৃষ্টি বলয়ের সম্ভাব্য তারিখ : ১০ ই এপ্রিল থেকে ১৭ ই এপ্রিল পর্যন্ত।

এই বৃষ্টিবলয়টি প্রথম ধাপে ( ১০ টু ১৩ ই এপ্রিল) সিলেট বিভাগ ও পঞ্চগড়, লালমনীরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নীলফামারী, দিনাজপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক সক্রিয় থাকতেপারে।

এরপর এটি দ্বিতীয় ধাপে, ১৪ টু ১৭ ই এপ্রিলে দেশের মধ্যো ও দক্ষিণ অঞ্চলে ভারিবৃষ্টি ঘটাতেপারে।

এখানে বলা উচিৎ, বৃষ্টি বলয় আশা ১০ টু ১৩ ই এপ্রিল এর ভেতরে দেশের মধ্যো অঞ্চলের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বজ্রবৃষ্টি ঘটাতে পারে।

প্রবল কালবৈশাখী, শিলাবৃষ্টি, ভারিবৃষ্টি, ‘আশা’ এর একটি প্রধান বৈশিষ্ট্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here