২০১৩ সালের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটির আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদকঃ মেডিকেল টেকনোলজিস্ট দের সংগঠন,২০১৩ সালের নিয়োগ দ্রুত বাস্তবায়ন ও সকল শূন্য পদের নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে ২৩ শে আগস্ট থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশন শুরু করেছে।সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে টেকনোলজিস্ট নিয়োগের জন্য একটি প্রজ্ঞাপন দিয়েছিলো।এর প্রেক্ষিতে সংগঠন টির আহবায়ক, মোঃ ফিরোজ হোসেন ও সদস্য সচিব, মোঃ তৌফিকুর রহমান মনিরের স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, ২০১৩ সালের নিয়োগের সকল আবেদন কারী সহ ২০০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি দেশের সকল বেকারের প্রতিনিধিত্বকারী সংগঠন। তারা দীর্ঘদিন যাবৎ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে আমরণ আন্দোলন সংগ্রাম করে আসছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আশ্বাস প্রদান করেছে কিন্তু কোন দাবী বাস্তবায়ন না হওয়ায় দেশের সকল চাকরী প্রত্যাশী বেকার মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। যার ফলশ্রুতিতে বাধ্য হয়ে ২০১৩ সাল সহ জ্যৈষ্ঠতার ভিত্তিতে ২০০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ কমিটির নেতৃত্বে দেশের সকল বেকার মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ ২৩ আগস্ট সকাল ১০ ঘটিকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তাদের এক দফা এক দাবিতে, ২০১৩ সালের সকল আবেদন কারী সহ ২০০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আমরণ অনশন শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here