২৪ ঘন্টার মধ্যে ডা. আল-মামুনের মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে বিএমএ

BMA

জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুনকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

আজ ২২ নভেম্বর ২০২০ সংগঠনের সভাপতি ও মহাসচিব এর গৃহীত সিদ্ধান্ত ডা.মো শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. আব্দুল্লাহ আল মামুনকে অনিয়মতান্ত্রিকভাবে গ্রেফতারের তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে পরদিন থেকে বিএমএ সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।

প্রসঙ্গত, চিকিৎসাধীন অবস্থায় কর্মচারিদের নির্যাতনে পুলিশ কর্মকর্তার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে এজহারভূক্ত আসামীদের গ্রেফতারের ধারাবাহিকতায় মাইন্ড এন্ড এইড হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। যদিও তিনি এখানকার নিয়মিত চিকিৎসক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here