৪০০০ চিকিৎসককে ৪২তম বিশেষ বিসিএস এ নিয়োগের জন্য সুপারিশ করলো পিএসসি

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা জানানো হয়।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা অনুযায়ী মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক চাকুরি জীবন-বৃত্তান্ত যাচাই বাছাই এর পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।

গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যাতে মোট উত্তীর্ণ হয়েছিল ৬ হাজার ২২ জন।

স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ফলাফল জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here