৫ লাখের বেশি মৃত্যু দেখলো ব্রাজিল।

করোনা মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এবার মৃত্যু সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা জানান, টিকাদান কর্মসূচীর ধীর গতি, করোনাভাইরাসের নতুন ধরন ছড়াতে থাকায় ও শীতের শুরু এবং সামাজিক দূরত্ব বিধি ফের আরোপ করতে সরকারের অনীহা, এসব কারণেই দেশটিতে সংক্রমণ পরিস্থিতি এরকম খারাপ হতে চলছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০ জন আর এদের মধ্যে পাঁচ লাখ ৮০০ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে দেশটিতে দৈনিক গড়ে ২০০০ জন করে রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
এই মহামারীর মধ্যেও দেশটিতে চলমান কোপা আমেরিকার সব থেকে বড়ো আসর চলছে দেশটিতে। যদিও দর্শক ছাড়াই চলছে খেলাগুলো।
দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিজার সাবেক প্রধান গনজালো ভেচিনা বলেন, “ টিকার প্রভাব দেখার আগেই আমাদের মৃত্যুর সংখ্যা সাত বা আট লাখে পৌঁছে যাবে বলে তার ধারণা ।”
শিগগিরই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমন আভাস দিয়ে তিনি বলেন, “যে নতুন ধরনগুলো আসছে সেগুলোর অভিজ্ঞতা হচ্ছে আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ( ডেলটা) আমাদের একটি চক্রের দিকে ঠেলে দিতে পারে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here