স্টাফ রিপোর্টারঃ আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্তিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।এসময় সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্টের অন্যান্য সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন।কামাল হোসেন পাটওয়ারী বলেন, ” বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক শব্দ। যারা ৪৫ বছর আগে এদেশের মানুষের কাছ থেকে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারকে নিশ্চিহ্ন করতে বুলেট চালিয়েছিল তারা আসলে এদেশের সাত কোটি মানুষের বুকে বুলেট চালিয়েছিল। কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জানেনি যে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলেই এদেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবেনা! কারণ, বঙ্গবন্ধু একটা স্বাধীন নাম।আমরা বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।”সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, ” ১৫শে আগষ্টের জাতীয় শোক আজ শক্তিতে পরিনত হয়েছে।জাতির পিতার অর্জিত বাংলাদেশ আজ ষড়যন্ত্রকারীদের শত ষড়যন্ত্র মোকাবিলা করে বিশ্বের বুকে জ্বলজ্বল করছে। ১৫ই আগষ্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ কার্যালয়ে নার্সিং কর্মকর্তাদের উপস্থিতিতে বিএনএ নেতৃবৃন্দ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।