ডেস্ক রিপোর্টঃ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বোচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
যেভাবে মোবাইল ফোনে এস এস সি পরীক্ষার ফল জানতে পারবেনঃ
মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট এর জন্য “SSC” লিখে স্পেস দিয়ে “বোর্ডের নামের প্রথম তিন অক্ষর” লিখে স্পেস দিয়ে “রোল নম্বর” লিখে আবার স্পেস দিয়ে “পাসের বছর” লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ SSC>DHA>123456>2021;
Send 16222.
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য “Dakhil” লিখে স্পেস দিয়ে “বোর্ডের নামের প্রথম তিন অক্ষর” লিখে আবার স্পেস দিয়ে “রোল নম্বর” লিখে স্পেস দিয়ে “পাসের সাল” লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ Dakhil>MAD>123456>2021; Send 16222.
ওয়েবসাইটে যেভাবে জানবেনঃ www.educationboardresults.gov.bd লিংকে ভিজিট করে ফল জানা যাবে। এই ওয়েবসাইটের নির্ধারিত ছকে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।