প্যারাসিটামলের যথেচ্ছাচারে জীবন হতে পারে প্যারাময়

ডা. সৈয়দ গোলাম গউস আশরাফি

প্যারাসিটামল, যা বাজারে অনেক নামেই পাওয়া যায়। জনসাধারণ মূলত বিভিন্ন ট্রেড নামেই চিনে থাকে। নাপা, আপা, এইস সহ বিভিন্ন নামে বাজার সয়লাব। ওটিসি টাইপ বলে সহজেই ফার্মেসি থেকে কিনতে পাওয়া যায়। সহজলভ্যতা ও সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে এর ব্যবহার। চিকিৎসকের পরামর্শে সেবনে যেমন ব্যাথা-বেদনা থেকে উপশম পাওয়া যায়, ঠিক তেমনি এর যথেচ্ছাচারে আছে সীমাহীন ভোগান্তি।

মাঝে মাঝেই যারা ব্যথা বা হালকা জ্বর হলে নাপা অথবা নাপা এক্সট্রা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় তাদের জন্য আমার অভিজ্ঞতা শেয়ার করলাম..

চেম্বারে রুগী এসেছে…..
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪

আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।

আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।

আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।

আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।

আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।

“সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের রক্ষা করুন।”

লেখক
ডা. সৈয়দ গোলাম গউস আশরাফি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here