করোনায় দেশে মৃত্যু ৭ হাজার অতিক্রম করেছে।

স্টাফ রিপোর্টারঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সাত হাজার ছাড়িয়ে গেছে। ১৮ মার্চ থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৭ হাজার ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩২৯ জন রোগী শনাক্ত হয়েছে। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্ত ও ১৮ মার্চ কোভিড -১৯ এ প্রথম মৃত্যুর কথা জানায় সরকার।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলেও জানান বিশেষজ্ঞগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here