ক্যামব্রিজ ভিত্তিক মডার্ণার কভিড ভ্যাকসিন ৯৫% কার্যকর!

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি মডার্নার তৈরি করোনার টিকার প্রাথমিক ফলাফলকে জাদুকরী বলে মন্তব্য করেছেন। টিকাটি তৈরি করা হয়েছে নতুন এমআরএনএ প্রযুক্তিতে।

আগে কখনো এ প্রযুক্তিতে তৈরি টিকা অনুমোদন পায়নি বলে অনেকের মনে এ নিয়ে সংশয় ছিল। ফাউসি এ ফলাফলকে পরীক্ষামূলক এমআরএনএ প্রযুক্তির বৈধতা হিসেবে অভিহিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে আরো বলেন , ‘আমি বলেছিলাম আর আমি অবশ্যই স্বীকার করব, ৭০ শতাংশ বা সর্বাধিক ৭৫ শতাংশ কার্যকারিতা নিয়েই আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু আমাদের একটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর টিকা রয়েছে। এ ধারণা দুর্দান্ত রকমের আশাব্যঞ্জক। এটি সত্যিই আকর্ষণীয় ফলাফল। আমার মনে হয় না, কেউই এতটা ভালো ফল প্রত্যাশা করেছিলেন।’

মডার্না ম্যাসাচুসেটস এর ক্যামব্রিজ ভিত্তিক একটি আমেরিকান বায়োটেকনোলজি সংস্থা। এটি কেবলমাত্র মেসেঞ্জার আরএনএ-র উপর ভিত্তি করে ড্রাগ আবিষ্কার, ওষুধের বিকাশ এবং ভ্যাকসিন আবিষ্কার করে। এটি জীবিত কোষগুলিতে সিন্থেটিক এমআরএনএ প্রবেশ করানোর স্বীকৃত প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here