ভারতে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় যুক্ত হলো নার্সিং

ডেস্ক রিপোর্ট: ভারতে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা এনইইটি (NEET) বা National Eligibility Entrance Test- এ যুক্ত হলো নার্সিং। এখন থেকে ভারতে বিএসসি ইন নার্সিং (সম্মান) কোর্সে ভর্তি হতে হলে এনইইটি পরীক্ষায় অবতীর্ণ হয়ে ভালো স্কোর পেতে হবে।

এর আগে এনইইটি টেস্টটি মূলত এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তিচ্ছুদের জন্য আয়োজিত হতো। তবে চলতি বছর থেকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিএসসি ইন নার্সিং (সম্মান) কোর্সে ভর্তির জন্যও এনইইটি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার বিধান চালু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে হলে এনইইটি পরিক্ষায় ভালো স্কোর অর্জন করতে হয়। ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক প্রতিবছর অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষার আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here