শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত!

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগের দফায় ছুটি বৃদ্ধির সময় সীমিত আকারে স্কুল খুলে দেয়ার সম্ভাবনা ও পরিকল্পনার কথা জানানো হলেও আজকের ছুটির ঘোষণার বিজ্ঞপ্তিতে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কিছু বলা হয়নি।

শিক্ষামন্ত্রনালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনার মধ্যেই গত সপ্তাহে রাজধানী ঢাকাতে মেডিকেল শিক্ষার্থীরা কভিড-১৯ পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য আন্দোলনে নামে এবং রাস্তা অবরোধ করে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এতে করে সেশনজট ও নানাবিধ সমস্যা সৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনা করে পরীক্ষা দিতে ইচ্ছুক একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

যদিও ইতিমধ্যে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। একই কারণে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হচ্ছে না। এ ছাড়া মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এবার পরীক্ষা ছাড়াই সব শিক্ষার্থী ওপরের ক্লাসে উঠবে বলে আপাতত মনে হচ্ছে।

কিন্তু মেডিকেল ও স্বাস্থ্যশিক্ষার অন্যান্য বিষয়সমুহের ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনো গ্রহণ না করায় স্বাস্থ্য শিক্ষার বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here