টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিন কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নার্স মিডওয়াইফ সম্মিলিত পরিষদ কক্সবাজার জেলা শাখা। এতে একাত্মতা পোষন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ) কক্সবাজার জেলা শাখা।
আজ সকালে জেলা সদর হাসপাতালের সামনে থেকে এ কর্মসুচী শুরু করেন নার্সরা । সম্মিলিত পরিষদের কক্সবাজার জেলা শাখা আহ্বায়ক কানেতা আক্তার জানান সকল নার্সরা স্ব স্ব কর্মস্থলে কালো ব্যাচ ধারণ করবেন ।আমরা কেন্দ্র ঘোষিত কর্মসুচী হিসেবে ১৪-১৬ ফেব্রুয়ারী কালোব্যাচ ধারণ এবং আগামীকাল প্রতিবাদ সমাবেশ করব।
নার্সদের দাবীসমূহঃ
১। কারিগরি বের্ডের প্যাশেন্ট কেয়ার টেকনোলজিস্টদেরকে কোনভাবেই বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিল (বিএনএমসি) হতে পেশাগত লাইসেন্স/রেজিস্ট্রেশন দেওয়া যাবেনা।
২।ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের (FWV) মিডওয়াইফ বানানোর পায়াতারা বন্ধ করতে হবে।
৩। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
[Image 193.jpg]