ঢাকা মেডিকেলে বিপিএসসি ব্যাচ-১ নার্সিং কর্মকর্তাদের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন।

নিজস্ব প্রতিবেদকঃ
২০১৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) অধীনে ২য় শ্রেণির কর্মকর্তা “সিনিয়র স্টাফ নার্স” পদে প্রায় ১০০০০ নার্স নিয়োগ দেয় সরকার। এবং ২০১৬ সালের ১৫ই ডিসেম্বর কৃষিবিধ ইন্সটিটিউট মিলনায়তনে স্বশরীরে এবং সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে “সিনিয়র স্টাফ নার্স” পদে যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার চার বছর পূর্তি উপলক্ষে সারাদেশে একযোগে বিপিএসসি নার্সেস অফিসার্স ফোরাম- ব্যাচঃ১ এর ব্যানারে সকল হাসপাতালের নার্সিং কর্মকর্তাগন কেক কেটে বছরটি উদযাপন করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে “বিপিএসসি নার্সেস অফিসার্স ফোরাম- ব্যাচঃ১” এর ব্যানারে আজ দুপুর ১ঃ০০ টায় হাসপাতালের প্রশাসনিক ব্লকের মিনি কনফারেন্স রুমে একটা জমকালো আয়োজনের মাধ্যমে নার্সিং কর্মকর্তারা চাকুরির চার বছর পূর্তি উদযাপন করেন। এতে অনুষ্টানে কেক কেটে উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালে উপ সেবা তত্ত্বাবধায়ক জনাব ফরিদা রিজভী খান। এ ছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল শাখার বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন( বিএনএ) এর সভাপতি জনাব মোঃ কামাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা নার্সেস পরিষদ ( স্বানাপ) এর মহাসচিব ইকবাল হোসেন সবুজ, এবং নার্সিং সুপারভাইজার আনিসুর রহমান।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বিপিএসসি নার্সসেস অফিসার্স ফোরাম-ব্যাচঃ১ সংগঠনটির মুখপাত্র মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সভাপতি মিশর হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ সভাপতি হোসনে আরা আহসান, সিনিয়র সহসাধারণ সম্পাদক বেবি নাজনীন, সহ-সভাপতি অজয় কুমার বিশ্বাস,সহ সভাপতি সঞ্জিব মল্লিক, সহ সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সম্পাদক আমেনা আক্তার, সহ সম্পাদক পারভেজ কবির পিন্টু, সহ সম্পাদক মোঃজুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃরাসেল, সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার, মোঃ নোমান মোঃ আব্দুল্লাহ সহ নন ক্যাডার ব্যাচ-১ এর কয়েকশ নার্সিং কর্মকর্তা।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক তাঁর বক্তব্য হাসপাতালে নার্সদের উপস্থিতি এবং করোনা মুকাবিলায় নার্সদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রশংসা করেন। তিনি উপস্থিত সবাইকে শুভকামনা জানান।

উপস্থিত নার্সিং কর্মকর্তাগন নার্সিং এর উন্নয়নে নানামুখী যুগান্তকারী পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নার্সমাতা আখ্যায়িত করে তার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালের পরও সরকারিভাবে পর্যায়ক্রমে আরও প্রায় ১০০০০ এর অধিক নার্স নিয়োগ লাভ করেছেন। ২০১৮ সালে ৫১০০ জন নিয়োগ পান যারা বিপিএসসি ব্যাচ ২ হিসেবে পরিচিত। এর পর ২০২০ সালে করোনা মোকাবিলায় জরুরী পরিস্থিতিতে আরও ৫০৫৪ জন নিয়োগ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here