ফার্মেসি প্রতিষ্ঠা: বেকারত্ব দূরীকরণের উপায়:

চৌধুরী আহ্সানুল হায়দার: বর্তমানে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষিত বেকারের তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম থাকায় সামাজিক অস্থিরতা বাড়ছে। কিন্তু বেকাররা শুধুমাত্র চাকুরীর আশায় বসে না থেকে নিজেরা কিছু করে যেমন নিজেরা স্বাবলম্বী হতে পারেন তেমনি অন্যদের ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এই ক্ষেত্রে ফার্মেসি প্রতিষ্ঠা বেকারত্ব দূরীকরণে একটি উপায় হতে পারে।
আপনি যদি এসএসসি বা সমমান পাস হন তাহলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কর্তৃক পরিচালিত তিন মাস মেয়াদি একটি কোর্স করে ফার্মেসি প্রতিষ্ঠা করে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা ও অতিরিক্ত ইনকামের জন্য ফার্মেসি প্রতিষ্ঠা করে আর্থিক সচ্ছলতা আনতে পারেন।
ফার্মেসী খুলে বৈধভাবে ওষুধের ব্যবসা করতে চাইলে ড্রাগ লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়। এবার আসুন জেনে নেই কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে —১. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।
২. লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালান। ১৫% ভ্যাট সহ।
৩. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি/সর্বশেষ মাসের বিদ্যুৎ বিলের ফটোকপি।
৪. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র (মূলকপি)।
৫. ট্রেড লাইসেন্সের কপি।
৬. মালিকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
৭. ফার্মাসিস্ট-এর রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি।
৮. পূরণকৃত ফরম-৭।
বর্তমানে, মডেল ফার্মেসী’র জন্য ৩০০ স্কয়ার ফিট জায়গা (উপরে ঢালাই ছাদ থাকতে হবে), শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে, একজন এ-গ্রেড ফার্মাসিস্ট থাকতে হবে। মেডিসিন শপ এর জন্য ১২০ স্কয়ার ফিট জায়গা (উপরে ঢালাই ছাদ/ফলস ছাদ), রেফ্রিজারেটর, একজন বি-গ্রেড/সি-গ্রেড ফার্মাসিস্ট থাকতে হবে। দোকানের ছবি তুলে ড্রাগ লাইসেন্স- এর আবেদনের সাথে জমা দিতে হবে।
ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসী কাউন্সিলে আবেদন করতে হবে। এই কোর্স পরিচালিত হয় বিভিন্ন জেলার কেমিস্টস এন্ড ড্রাগ্গিস্টস সমিতির মাধ্যমে। প্রতি তিন মাস পর পর ঔষধ প্রশাসনের সভা হয়, যেখানে তথ্য গুলো যাচাই বাছাই সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। লাইসেন্স ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য এই ফি ২,৫০০ টাকা এবং পৌর এলাকার বাইরে ১,৫০০ টাকা।
নিম্নে দেশের কিছু বড় বড় শহরে অবস্থিত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির অফিসের ঠিকানা দেয়া হলো। আগ্রহীরা উত্তর ঠিকানা যোগাযোগ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করা করার পর ফার্মেসি ব্যবসা করতে পারবেন।
বাংলাদেশ কেমিস্ট্র এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ন্ত্রণাধীন ফাউন্ডেশন কোর্সের পরিচালনাকারী কয়েকটি কেন্দ্রের নাম ও ঠিকানা:
১. ঢাকা কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মোনা কম্প্লেক্স, ৫৬/৫৭, মিটফোর্ড রোড, বাবু বাজার, ঢাকা।
ফোন ৭৩১৬৮২৯
২. চট্টগ্রাম শাখা
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
২৮, হাজারী লেইন, চট্টগ্রাম
ফোন: ০৩১-৬১৭১০৯
৩. সিলেট কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
মিরবক্সটুলা, বিসিডিএস ভবন
সিলেট।
ফোন: ০৮২১-৭১৫৯৩৮.
৪. রাজশাহী কেন্দ্র
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি
বিসিডিএস ভবন, লক্ষ্মীপুর
রাজশাহী।
ফোন: ০৭২১- ৭৭৩৫৮৪.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here