স্টাফ রিপোর্টারঃ মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাল্লা বাজারে ও হরিরামপুর উপজেলার কুঠির হাট এলাকায় অভিজান চালিয়ে তিনটি প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অপরদিকে একই দিনে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দিনাজপুর জেলার সদর উপজেলার মাহফুজ স্টোর ও আরশি কনফেকশনারিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
অন্যদিকে, যশোর জেলায় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বুধবার (১২ আগস্ট) সদর উপজেলার গোয়ালদহ ও বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও মূল্য তালিকা না থাকার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।