করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রান্সের প্রেসিডেন্ট অফিস বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত। তার লক্ষণ দেখা দেয়ার পর ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোভিড টেস্ট করা হলে করোনা ভাইরাস পজিটিভ আসে।
এলিসি প্যালেসের বিবৃতিতে বলা হয়, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ উপসর্গ দেখা দেওয়ার পর পরই তিনি পরীক্ষা করিয়েছেন এবং পরীক্ষায় পজিটিভ আসে। তিনি এখন সাত দিনের জন্য আইসোলেশনে থাকবেন। তবে তিনি তার দাপ্তরিক কাজ চালিয়ে যাবার কথা বলেছেন।
ফ্রান্সে করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার আবার বাড়তে শুরু করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় বারের মত বেড়ে যাওয়ায় চলতি সপ্তাহেই ফ্রান্সে রাতে কারফিউ জারী করা হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, এ পর্যন্ত ফ্রান্সে ২০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। প্রায় ৬০ হাজার লোক মারা গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here