বিশ্ব ক্ষুধা সূচকে এবারও লজ্জাজনক জায়গায় ভারত!

আন্তর্জাতিক ডেস্কঃ
নতুন ভারত গড়ার ডাক দিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এমন লজ্জার পরিসংখ্যান আসলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, সেসব অলীক স্বপ্ন বা নেহাতই ভ্রান্ত প্রতিশ্রুতি! নিউ ইন্ডিয়া খিদের আগুনে জ্বলছে এমনটাই এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে!

বিশ্ব ক্ষুধা সূচক (Global Hunger Index)-এ ভারত এবার ১০৭টি দেশের মধ্যে ৯৪ নম্বরে রয়েছে। এমনকী বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলির থেকেও ভারত পিছিয়ে।


বাংলাদেশ রয়েছে ৭৫ নম্বর-এ। মায়ানমার ৭৮-এ। পাকিস্তান ৮৮। আর এসব দেশের মতোই ভারতও খিদে ও অপুষ্টির নিরিখে গুরুতর বিভাগেই রয়েছে। রিপোর্ট বলছে, ভারতের ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার।

গতবারও ১১৭টি দেশের মধ্যে ভারত ছিল ১০২ নম্বরে। অর্থাৎ, গত এক বছরে ভারতের মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। মোদি সরকার যতই আর্থ সামাজিক আগ্রগতির কথা বলুক, আসলে তা নয় বলে অনেক দেশবাসীই মনে করেন। বাস্তবে বেঁচে থাকার সামান্য দিকগুলি থেকেও বঞ্চিত ভারতের বহু মানুষ।

ভারতের পাঁচ বছরের কমবয়সী বাচ্চাদের মধ্যে ৩৭ শতাংশের ওজন স্বাভাবিকের থেকে কম। অপুষ্টিতে শিশু মৃত্যুর হার ৩.৭ শতাংশ। ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও শ্রীলঙ্কা অবশ্য তুলনামূলক ভাল জায়গায় রয়েছে। শ্রীলঙ্কা তালিকায় ৬৪-তে। নেপাল ৭৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here