ডেস্ক রিপোর্টঃ
ভারতে কোভিড সংক্রমণ, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, শনিবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২২ হাজার ৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
যা আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৭৬৪ জন রোগী। একদিনের ব্যবধানে আক্রান্তের হার বেড়ে দাড়িয়েছে ৩৫ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে খুব দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, এসব নগরীর মধ্যে রাজধানী নয়া দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আরেক জনবহুল শহর কলকাতা উল্লেখযোগ্য।