রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বেসিক বিএসসি ইন নার্সিং, পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের নীতিমালা সংশোধনসহ নয় দফা দাবি নামা দিয়েছেন সরকারি ও প্রাইভেট নার্সিং কলেজের প্রতিনিধিরা। সম্প্রতি নয় দফা সংবলিত দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দাখিল করেছেন কলেজ সমুহের প্রতিনিধিবৃন্দ।
নয় দফায় নার্সিং ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের বিরাজমান ভয়াবহ সেশনজটসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হয়েছে।
অন্যান্য দাবিগুলোর মধ্যে,রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)’র অধীন অন্যান্য কোর্সের সঙ্গে নার্সিং কোর্সগুলোর বৈষম্য দূর করা, সেশনজট নিরসন করে দ্রুত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করা দরকার। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীন একই কোর্সগুলোর শিক্ষার্থীরা চার বছরের কোর্স শেষ করে কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে রামেবির অধীন একই বর্ষের শিক্ষার্থীরা এখনো তৃতীয় বর্ষ উত্তীর্ণ হতে পারেননি। রামেবির অধীন এমবিবিএস শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে গেলেও নার্সিং কোর্সের একই বর্ষের শিক্ষার্থীরা প্রথমবর্ষই শেষ করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এইসব কোর্সের শিক্ষার্থীরা জানান, পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স চলাকালীন সময়ে কোনরুপ জটিলতা তৈরি না হলেও রামেবি’র অধীনে চলমান কোর্সগুলো সমস্যায় জর্জরিত। কর্তৃপক্ষের স্বদিচ্ছা ও সক্ষমতার অভাবে জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা জানান, রামেবি’র সক্ষমতা না থাকলে পূর্বের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স পরিচালনা করে এরুপ স্বেচ্ছাচারিতা থেকে শিক্ষার্থীদের মুক্ত করা হোক। তাদের শিক্ষাজীবন থেকে এভাবে সময় কেড়ে নেয়ার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই বলেও জানান তারা।
সুত্র জানায়, ২০১৬ সালে প্রতিষ্ঠা হলেও রামেবিতে নার্সিং কোর্স সংক্রান্ত কোনো অধ্যাদেশ এখনো প্রণীত হয়নি। নার্সিং প্রতিনিধিত্বের সমন্বয়ে একটি সময়োপযোগী অধ্যাদেশ প্রণয়নের দাবি জানানো হয়েছে দাবিনামায়। রামেবিতে একটি স্বাধীন ও স্বতন্ত্র নার্সিং অনুষদ গঠনের পাশাপাশি সব পরীক্ষার জন্য স্বতন্ত্র পরীক্ষা কমিটিও গঠন করার দাবি করা হয়েছে।