সম্পাদকীয়:
আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাংলার বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষায় ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সেদিন সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব এক নজির।
মাতৃভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগকে বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় করে রাখতে ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
আজ বাঙালি জাতির সাথে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় একুশের এই দিনে অন্য ভাষা সৈনিকদের মত বুকের রক্ত ঢেলে দিয়েছিল অনেক চিকিৎসা পেশাজীবিও।
দেশের সর্বত্রই আজ প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হবে শহীদদের স্মৃতির প্রতি। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আজ।
বিডি হেলথ এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির সকল শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।