বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইন্সটিটিউটের হিসাবরক্ষকের বিরুদ্ধে ফেইসবুক ম্যাসেঞ্জারে কুপ্রস্তাব ও আপত্তিকর ম্যাসেজ প্রেরণ এবং হয়রানীর অভিযোগ উঠার পরও স্বপদে বহাল আছেন প্রতিষ্ঠানের
অভিযুক্ত হিসাবরক্ষক নূর উদ্দীন।
বিডিহেলথ এক্সপ্রেস এর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযুক্ত কর্মকর্তা অভিযোগের তদন্তের কথা বলে কোন সদুত্তর দিতে পারেন নি।
বিডিহেলথ এক্সপ্রেস থেকে যোগাযোগ করা হয় ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আকলিমা বেগমের সাথে । তিনিও অভিযুক্ত এ কর্মকর্তাকে বাচানোর চেষ্ঠা করেন। অভিযোগ উঠার পরেও কেন স্বপদে বহাল আছেন তা জানতে চাইলে তিনি এর দায়ভার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষের উপর চাপিয়ে দেন। তিনি দ্রুত এর সমাধান করার আশ্বাস প্রদান করেন।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ও নার্সিং ইন্সটিটিউট এর প্রকল্প পরিচালক ডা.ইসতিয়াক এবং সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায় নাই।