অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০ জন অর্থোপেডিক সার্জন

স্টাফ রিপোর্টার: অর্থোপেডিক সার্জারির অধ্যাপক পদে পদোন্নতি পেলেন দেশের দশ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

মঙ্গলবার (০৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সুপারিশক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ক্যাডারের এই চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩-এ অর্থোপেডিক সার্জারি বিষয়ের অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

পদোন্নাতি পাওয়া চিকিৎসকরা হলেন, কুমিল্লা মেডিকেল কলেজের ডা. খালেদ মাহামুদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. এ.এইচ এস এম কামরুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. সাইদুল ইসলাম, ডা. গোলাম সারোয়ার ও ডা. ফখরুল আমিন খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. এসএম আমির হোসেন, জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ডা. কাজী শামীম উজ্জামান, ডা. মো. ওয়াহিদুর রহমান ও ডা. মোনায়েম হোসেন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম।

পদোন্নতি প্রাপ্ত সকল বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দকে বিডি হেলথ এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here