৬১০ সরকারি হাসপাতালে ৯০ হাজারের বেশি চিকিৎসক আছেন – স্বাস্থ্যসেবা সচিব

স্টাফ রিপোর্টার: দেশে ৬১০ সরকারি হাসপাতালে ৯০ হাজারের বেশি চিকিৎসক আছেন। লাগলে আরও লোকবল বাড়ানো হবে। কিন্তু চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান।
শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকনোমিক ইউনিট আয়োজিত সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে ও চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান আরো বলেন বলেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে আউট অব পকেট এক্সপেন্ডিচারের ফলে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যায়। কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশ যেতে হয় সেটি নিয়ে আমাদের ভাবতে হবে ও করণীয় ঠিক করতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে এখন ৪৯টি প্রজেক্টে কাজ চলছে বলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান। প্রজেক্টগুলোতে মানুষের চিকিৎসা নিতে বিদেশমুখিতা কমানোর জন্য যথোপযুক্ত উদ্যোগ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here