কভিড-১৯ দেশে আক্রান্তের ৮২% ছিল লক্ষনবিহীন!

বিশ্ব থমকে গেছে করোনা মহামারিতে। বাংলাদেশ ও রক্ষা পায়নি তার এই ভয়ঙ্কর ছোবল থেকে। ২৬ মার্চ থেকে সীমিত আকারে লক ডাউন বেড়েছে কয়েক মাসে। রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের দেহে এরইমধ্যে তৈরি হয়েছে করোনার এ্যান্টিবডি।

আই ই ডি সি আর ও আই সি ডি ডি আরবি এর যৌথ জরিপে উঠে এসেছে এসব তথ্য।চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি ১০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৮৫% এর ছিলোনা কোন প্রকার করোনার লক্ষন।

গবেষণায় ঢাকার ২৫ টি ওয়ার্ডের ১২৬১৯ জনের নমুনা পরীক্ষায় কভিড-১৯ সনাক্ত হয়েছে ৯.৮ ভাগের শরীরে।

গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দানের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ সহায়তা করবে।

আই ই ডি সি আর ও আই সি ডি ডি আর এর যৌথ জরিপে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউ এস আই ডি ও বিল এন্ড মেরিন্ডা গ্রেস ফাউন্ডেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here