বিনামূল্যে ৩ কোটি করোনা ভ্যাক্সিন দেবে সরকারঃ মন্ত্রিপরিষদ সচিব।

Cabinet Secretary

করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজ বিনামূল্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অবহিত করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এজন্য ৭শ’ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বিশেষজ্ঞদের মতে দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি করোনা ভ্যাক্সিন প্রাপ্তির উপর জোর দিয়েছেন। সরকার ইতিমধ্যে করোনা ভাইরাসের ভ্যাক্সিন পাওয়ার জন্য নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ঢাকা মহানগরী সহ দেশের সব জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানা সহ সচেতনতা বাড়ানোর জন্য নানা কর্মকান্ড চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here