৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের কমিটি গঠন সম্পন্ন- দপ্তর সম্পাদক

৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন “নির্বাচন ২০২০” এর জন্য ঘোষণাকৃত তফসিল অনুযায়ী ডা. মাহবুব- ডা. নাসের প্যানেলে সভাপতি পদে ডা. এইচ.এম.মাহবুব আলম, সাধারণ সম্পাদক পদে ডা. আ.ন.ম নুর-ই-আজম, সিনিয়র সহ- সভাপতি পদে ডা. নীহার রঞ্জন দাস এবং কোষাধ্যক্ষ পদে ডা. জেড. এ. এম শাহরিয়ার খান প্রিন্সসহ সহ-সভাপতি পদপ্রার্থী ক্যাডারবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । ৩৩ তম বি.সি.এস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬,৬২১ জন চিকিৎসকের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে ৩৩ তম বি.সি.এস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন।
অবশিষ্ট পদগুলোতে গত ৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহে ক্যাডার অফিসারগণ ওয়েবসাইটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোট পড়ে ৪১০৭ টি যা মোট ভোটারের ৬৩ ভাগ। অনলাইনে প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডা. কাজী মো. সালেহীন তৌহিদ (প্রাপ্ত ভোট- ২৯৬৪), ডা. মো. রাহাত হোসেন (প্রাপ্ত ভোট- ২৮৫৫), ডা. জেড এম কামরুল হাসান (প্রাপ্ত ভোট- ২৮১০), ডা. অমিত কুমার ঠাকুর (প্রাপ্ত ভোট- ১৮৭০), সাংগঠনিক সম্পাদক পদে ডা. আওলাদ উজ জামান (প্রাপ্ত ভোট- ২৯০৫), ডা. শরিফুল আমিন (প্রাপ্ত ভোট- ২৮৫৬), ডাঃ সালমান বাশার আল আইয়ুব (প্রাপ্ত ভোট- ২১৩৯), ডা. মো. সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট- ১৯০২) নির্বাচিত হন।
এছাড়া দপ্তর সম্পাদক পদে ডা. শুভ প্রসাদ দাস (প্রাপ্ত ভোট- ২৫০৭) ও প্রচার সম্পাদক পদে ডা. মাহবুব আলম (প্রাপ্ত ভোট- ২১৬৭) নির্বাচিত হন। এরপর কার্যনির্বাহী কমিটির সভার মাধ্যমে, কার্যকরী সদস্য ১ হিসেবে ডা. আতাউল করিম ও কার্যকরী সদস্য ২. হিসেবে ডা ফাহমিদুল হক রিয়নের নাম গৃহীত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মতি ক্রমে ডা. শাফায়াত মুহাম্মদ শান্তনু ৩৩তম স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের মুখপাত্র নির্বাচিত হন। জাতীয় পর্যায়ে চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কার্যক্রমে ও দেশের স্বাস্থ্য ব্যাবস্থার উন্নয়নে ৩৩ তম বি.সি.এস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন জোরালো ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচিত প্রতিনিধিগন।
ডা. শুভ প্রসাদ দাস
দপ্তর সম্পাদক
৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here