করোনা চিকিৎসায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা প্রশংসনীয়ঃ নবনিযুক্ত চসিক প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম সুজন এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন ও ট্রেজারার আলহাজ্ব রেজাউল করিম আজাদ। পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ করোনা রোগীর সেবায় হাসপাতালটির কার্যক্রম চসিক প্রশাসককে অবহিত করেন।
চসিক প্রশাসক করোনা কালীন চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখায় এবং মহামারীর সময় চট্টগ্রাম বাসীকে করোনা চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।
খোরশেদ আলম সুজন জানান আগামীতে এ হাসপাতালের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে ও চিকিৎসা সেবা আধুনিকায়নে তার সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বাক্ষাত কালে উপস্থিত ছিলেন হাসপাতালটির পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, প্রিন্সিপাল লায়ন ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ আহসানুল্লাহ, এস এম কুতুবউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ হারুন ইউসুফ এবং মোহাম্মদ জাকির হোসেন তালুকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here