বন্যায় স্বাস্থ্যঝুঁকি ও মোকাবেলা

সারাদেশে দীর্ঘমেয়াদি বন্যার ফলে যেমন দেখা দিয়েছে মানুষ সহ গবাদিপশুর খাদ্য ঘাটতি, বিশুদ্ধ পানি সংকট তেমনি বন্যাকালীন বা বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি। বন্যায় স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে হচ্ছে পানিবাহিত রোগ যেমন, ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, প্যারা টাইফয়েড সহ অন্যান্য রোগ যেমন হেপাটাইটিস, কৃমি, বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন স্ক্যাবিস সহ ছত্রাকসৃষ্ট রোগ, চোখ উঠা, সাপে কাটা, ভীমরুলের কামড় ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের জরুরি দুর্ঘটনা যেমন পানিতে ডুবে যাওয়া, বৈদ্যুতিক দুর্ঘটনা ইত্যাদি তো রয়েছেই।আর এসব স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি।কারন বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে এই ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বন্যায় সাধারণত বিশুদ্ধ পানির উৎস বা নলকূপের বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। এক্ষেত্রে আমরা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে সেই পানিকে বিশুদ্ধ করতে পারি। ১. ৫ লিটার পানিতে ৭.৫ মি.গ্রা.এর একটি হ্যালোজেন ট্যাবলেট দিয়ে তা ৩০ মিনিট রেখে দিলে তা খাবার উপযোগী হয়। এছাড়াও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখা জরুরি।এর মাধ্যমেও বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা কমিয়ে আনা সম্ভব। মনে রাখতে হবে হঠাৎ পানিতে ডুবে গেলে, তড়িৎআহত হলে বা সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিতে হবে। ওঝা, কোয়াক বা অন্যান্য অবৈজ্ঞানিক চিকিৎসা বা ভুয়া চিকিৎসক / স্বাস্থ্যকর্মির দ্বারস্থ হয়ে কালক্ষেপণ করা মোটেও শুভকর হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here