বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ ডাক্তার ও ১৭০ ডেন্টিস্ট নিয়োগের প্রস্তাব

BPSC
BPSC

অনেক জল্পনাকল্পনার পরে অবশেষে জানা যাচ্ছে যে ৪২তম বিসিএস হচ্ছে বিশেষ বিসিএস। স্বাস্থ্য মন্ত্রণালয় দুই হাজার সহকারী সার্জনের সাথে ১৭০টি ডেন্টাল সার্জনের শূণ্য পদেও নিয়োগের প্রস্তাব করেছে।

আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ উপসচিব শারমিন আক্তার জাহান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগের প্রস্তাব গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। গত ১২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় ৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশে ১৭০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ শূণ্য থাকায় বিশেষ বিসিএসের সাথে ১৭০ টি সহকারী ডেন্টাল সার্জনের পদ একত্রিত করে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে যথাযত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here