ময়মনসিংহ প্রতিনিধিঃ
আবারো দেশসেরা হাসপাতালের সম্মান অর্জন করলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

নবগঠিত ময়মনসিংহ বিভাগ সহ আশেপাশের বিভিন্ন জেলার প্রায় আড়াই কোটি জনগনের সরকারী বিশেষজ্ঞ চিকিৎসার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালটি।

২০১০ সালে ৮ তলা বিশিষ্ট নতুন ভবন স্থাপনের মাধ্যমে ২০১৩ ইং সনে জানুয়ারী মাসে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নতুন হাসপাতাল ভবন উদ্বোধনের মাধ্যমে ভবনটিতে চিকিৎসা সেবা সম্প্রসারিত করা হয়। এই হাসপাতালটি ১০০০ শয্যায় ‍উন্নীত হওয়ায়, ৩৩টি বিভাগ/ওয়ার্ডে প্রতিদিন প্রায় ৩০০০ রোগী চিকিৎসা সেবা পাচ্ছে এবং বহির্বিভাগে বর্তমানে ৩০০০ থেকে ৪০০০ রোগী চিকিৎসা গ্রহন করে থাকেন।

বর্তমান পরিচালক (ফাইল ফটো)

বর্তমান পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির সাহেব এই অর্জন টি চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং সেবা প্রদান করতে গিয়ে যারা নিজেদের জীবন দান করেছেন তাঁদের প্রতি উৎসর্গ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here