রোগী ভর্তি রেখে ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা প্রদানে নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স

স্টাফ রিপোর্টার: অন্তঃ বিভাগে শয্যা স্থাপন করে ডেন্টাল ক্লিনিক অথবা হাসপাতালে দন্ত চিকিৎসা প্রদান করতে হলে স্বাস্থ্য অধিদপ্তর হতে লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ডেন্টাল সার্জনদের প্রাইভেট প্র‍্যাকটিস সংক্রান্ত একটি আদেশে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের পরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম ব্যাপারী স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, BMDC Act 2010 অনুযায়ী মেডিকেল গ্র‍্যাজুয়েটদের ন্যায় বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনগণ বিএমডিসি -এর রেজিস্ট্রেশন গ্রহণ পূর্বক দেশের যেকোনো স্থানে প্রাইভেট প্র‍্যাকটিস পরিচালনা করতে পারবেন।

তবে যদি কেউ অন্তঃ বিভাগে শয্যা স্থাপন পূর্বক ডেন্টাল হাসপাতাল/ক্লিনিক স্থাপন করে বা করতে চায় সেক্ষেত্রে The Medical Practice and Private Clinic Laboratories Regulation (Ordinance) -1982 অনুযায়ী ও অধিদপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর হতে লাইসেন্স গ্রহণ করতে হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here