“রিস্ক বন্ড দিয়ে পরীক্ষা নয় ” সহ বিভিন্ন দাবিতে শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান!

৫ বছরে ৬০ মাসের বেশি বেতন নয়! রিস্ক বন্ড দিয়ে ফাইন্যাল পরীক্ষা নয়! এমন দাবি নিয়ে আজ শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন মেডিকেল শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনা ও দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর প্রবণতাসহ নানা বিষয়ে দীর্ঘদিনের কর্মসূচির পর আজ তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের দাবি, কভিড-১৯ এর সময়ে পরীক্ষা আয়োজনের অনুমতি দিলেও তাতে সম্পূর্ণ নিজ দায়িত্বে বন্ডসহ দিয়ে পরীক্ষায় বসতে নির্দেশ দেয়া হয়েছে। কোনভাবেই পরীক্ষার্থীদের দায়িত্ব কর্তৃপক্ষ নিবেন না। পরীক্ষার আগে কভিড টেস্ট করিয়ে কারো পজিটিভ আসলে তাকে ৬ মাস পরে পরবর্তী ব্যাচের সাথে পরীক্ষায় বসতে হবে। এ ক্ষেত্রে হোস্টেলে বা কর্তৃপক্ষের কোন সময়সীমা ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন বা কোয়ারেন্টাইন ব্যাবস্থাপনা থাকছে না।

তা ছাড়া অনেক বেসরকারি প্রতিষ্ঠান এমন দীর্ঘাতকরণের পক্ষে অবস্থান নিচ্ছেন যাতে দিন বিলম্বিত হলে টিউশন ফি বেশি মাসের পাওয়া যাবে এই আশাতে! শিক্ষার্থীদের অন্যতম দাবী ৬০ মাসের কোর্সে ৬০ মাসের বেশি এক মাসের বেতন যেন দিতে না হয়। ৬০ মাসের কোর্সের টিউশন ফি ৬০ মাসের দিতে চান তারা।

এমন সকল দাবিতে ও সিদ্ধান্তের প্রতিবাদে BMA, BMDC তে আবেদন জানানোর পরে কোন সমাধান না আসায় আজ তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here