বাংলাদেশী মেরিন ইঞ্জিনিয়ার জারিন চৌধুরী সিঙ্গাপুরে বিরল সম্মানে ভূষিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশী মেরিন ইঞ্জিনিয়ার জারিন চৌধুরী সিঙ্গাপুরের “The Mission to Seafarers Award 2020” অর্জন করেছেন। জারিন চৌধুরী ঢাকা নার্সিং কলেজের শিক্ষক ডালিয়া আক্তারের কনিষ্ঠা কণ্যা।

জারিন চৌধুরী সমুদ্রগামী বিদেশী জাহাজে ক্যাডেট হিসেবে নিয়োজিত আছেন। তিনি সিঙ্গাপুরের এএসপি শিপ ম্যানেজমেন্টের ট্যাংকার এমটি ওশেয়ানিক ক্রিমসন-এ যোগ দিয়েছিলেন। এএসপি ফ্লীটের জাহাজ সমূহের সকল ক্যাডেটের মধ্যে তিনি “প্রজেক্ট প্রেজেন্টেশন”-এ ১ম স্থান অধিকার করেন।

শুক্রবার (৬ নভেম্বর) এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে জারিন চৌধুরীকে এওয়ার্ড প্রদান করেন মিশন টু সিফেরারস কর্তৃপক্ষ।

একজন স্বাস্থ্য পেশাজীবীর কৃতিসন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এই বিরল সম্মান অর্জন করায় জারিন চৌধুরীকে বিডি হেলথ এক্সপ্রেস পরিবারের এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here