আসছে ২০০০ চিকিৎসক নিয়োগসহ একদিনে দুইটি বিসিএস এর বিজ্ঞপ্তি

BPSC
BPSC

৪২তম বিশেষ ও ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তিই প্রকাশ করতে যাচ্ছে করবে বিপিএসসি। ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেওয়া হবে ২ হাজার। আর ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর বাস্তবায়ন হলে এ নিয়ে পরপর দুইটি বিশেষ বিসিএস এর মাধ্যমে চিকিৎসক নিয়োগ সম্পন্ন হবে।

পিএসসি সূত্র জানা যায়, আজ সোমবার অনিবার্য কারণ ছাড়া ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা।

৪২ তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিএসসি। পিএসসি সূত্র জানিয়েছে, বিশেষ বিসিএসে নিয়োগ দিতে হলে বিধিমালা সংশোধন করতে হয়। তারা সেই প্রক্রিয়া শেষ করেছে।

৪৩ তম বিসিএস এর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে। শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ পদসংখ্যা ৮৪৩টি ছাড়াও প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here