“পাবলিক হেলথ ফান্ডামেন্টালস” বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির শর্ট কোর্স আয়োজন।

শিক্ষা সংবাদদাতা: আপনি যদি চিকিৎসক, নার্স কিংবা স্বাস্থ্য পেশাজীবী হোন তবে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বিষয়ে জ্ঞান আহরণ করা আপনার জন্য জরুরী। পাবলিক হেলথ এর কোর্স দেশী-বিদেশী প্রতিষ্ঠানে চাকরী পেতে অত্যন্ত সহায়ক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাস্থ্য ও সহযোগী পেশাজীবীদের জন্য “পাবলিক হেলথ ফান্ডামেন্টালস” নামক একটি শর্ট কোর্সের আয়োজন করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ১ মাস মেয়াদি এই কোর্সটি অনলাইনে সম্পন্ন করানো হবে। কোর্সটিতে দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ক্লাস নিবেন বলে জানা যায় বিশ্ববিদ্যালয় সুত্রে।
কোর্সটির রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করবে বিশ্ববিদ্যালয়। আবেদনের ভিত্তিতে কোর্স ফিতে ২৫%-৩০% ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
কোর্সটিতে অংশগ্রহণ করতে চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান এর সাথে যোগাযোগ করতে হবে।

যোগাযোগের নম্বর: 01714-324048
ইমেইল: drshahjahan@daffodilvarsity.edu.bd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here