ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস পালন করল রংপুর নার্সিং কলেজ।

রংপুর ব্যুরোঃ
মহান বিজয় দিবস ২০২০ রংপুর নার্সিং কলেজ শীতবস্ত্র, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণের মাধ্যমে ব্যতিক্রমী ধারায় দিবসটি উদযাপন করেছে৷ দিবসের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা।

রংপুর নার্সিং কলেজের পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গরীব ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে কম্বল ও মাস্ক বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন স্টুডেন্ট নার্সেস’ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

উক্ত কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ রোস্তম আলী, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন, সকল শিক্ষক মন্ডলী, স্বাধীনতা নার্সেস পরিষদ রমেকহা শাখার সভাপতি ফোরকান আলী সহ কলেজে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরে “বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here