দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্স’র ট্রায়াল শুরু হচ্ছে ঢাকার হাসপাতালে।

বাংলাদেশের গ্লোব বায়োটেক তাদের উৎপাদিত করোনা ভাইরাস টিকা মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য আবেদন করেছে।

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের নিকট আজ এই আবেদন করা হয়।
আবেদনে বলা হয়েছে অনুমোদন পাওয়ার পর সাত থেকে দশদিনের মধ্যে ঢাকার যে কোন একটি বেসরকারি হাসপাতালে ট্রায়ালের জন্য শ খানেক স্বেচ্ছাসেবকের উপর টিকাটি প্রয়োগ করা হবে ।

গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদনটি তাদের পক্ষ থেকে করেছে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের ওষুধ প্রশাসনের অনুমোদিত একটি প্রতিষ্ঠান।

উক্ত প্রতিষ্ঠানটি ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। যার স্পন্সর করছে গ্লোব বায়োটেক।

মি নাগ বলেন “ক্লিনিক্যাল ট্রায়াল করতে হলে সাধারণত একটি তৃতীয় পক্ষের মাধ্যমে করতে হয়, সেই তৃতীয় পক্ষ হিসেবেই এই প্রতিষ্ঠানটি কাজ করছে”।

পুরো ট্রায়ালটি পরিচালনা করবে একটি গবেষক দল। যারা আজকের আবেদনটি জমা দিয়েছে।

মানবদেহে গ্লোব বায়োটেকের টিকার ট্রায়ালটি কিভাবে করা হবে সেটি আবেদনপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে? তবে এটি অনুমোদনের আগ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না বলে জানান মি. নাগ।

তিনি বলেন, ট্রায়ালটি কোথায় করা হবে সেটিও এথিক্যাল কমিটির অনুমোদনের পরই নির্ধারিত হবে। তবে আপাতত বলা যায় যে, এটি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ট্রায়াল পরিচালনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here