প্রথম ভ্যাকসিন প্রদানের নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

অনেক জল্পনাকল্পনার পর কোভিড-১৯ এর ভ্যাকসিন দেশে আসছে চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথম দিকে। সেই আশ্বাস বারবার সরকারের তরফ থেকে দেয়া হচ্ছিল কিন্তু বাস্তবায়নের জন্য রোডম্যাপ নিয়ে অনেকের মনে ধোয়াশা থেকেই যাচ্ছিল।

প্রথম সারিতে ভ্যাকসিন কে পাবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতা এবং নানা বিভ্রান্তি প্রচলিত ছিল। সকল জল্পনাকল্পনা ও বিভ্রান্তির অবসান করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ ১৮ জানুয়ারি ২০২১ ইং তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক আদেশ প্রকাশ করা হয়।

আদেশে সরকারি ও স্বতন্ত সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি স্বাস্থ্য সেবার সাথে জড়িত এবং কর্মরত সকল চিকিৎসক, সেবিকা, মিডওয়াইফ থেকে শুরু করে ড্রাইভার, কুক, ফিল্ড স্টাফ এবং আউটসোর্সিং স্টাফগণকে ভ্যাকসিন প্রদানের লক্ষে দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীদের জাতীয় পরিচয়পত্র নাম্বারসহ MIS লাইন ডিরেক্টর বরাবর ইমেল মারফত প্রেরণ করার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here