সারাদেশে নার্সেস সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি পালন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কর্মসূচি পালন।

টিপু সুলতান

৮ মার্চ ২০২১, ঢাকা।

আজ সোমবার (৮ মার্চ) দেশের সকল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সেস সংগ্রাম পরিষদের ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে আন্দোলনরত নার্স’রা।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট দের নার্স হিসেবে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া বন্ধ করা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের সমমান না দেয়া এবং কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা করার দাবীতে নার্সেস সংগ্রাম পরিষদের ব্যানারে আজ এই অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ঢামেকহা’য় কর্মসূচি পালনের চিত্র

নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনক্রমেই কারিগরি বোর্ড এর অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন প্রদান না করতে এবং জনস্বার্থ বিরোধী এহেন সিদ্ধান্ত উন্নত নার্সিং শিক্ষা ব্যবস্থা গঠনে জাতির জনকের স্বপ্ন ও পরিকল্পনার সাথে বিরুদ্ধাচরণের শামিল বলে নার্সেস সংগ্রাম পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেবাচিম, বরিশালে প্রশাসনিক ভবনে নার্সদের অবস্থান কর্মসূচি পালনের একাংশ

সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন,” যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বে নার্সিং শিক্ষায় যেন গ্রাজুয়েট শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারে সেই সুযোগ তৈরির জন্য প্লান চেয়েছিলেন, সেখানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসে ভিন্ন কোর্সের ভিন্ন কারিকুলামের স্বল্প-শিক্ষিত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের উদ্দেশ্যমূলকভাবে ” নার্স ” নিবন্ধন দেয়ার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নিঃসন্দেহে জাতির পিতার স্বপ্নের সাথে বেইমানী ও দ্বিচারিতার শামীল এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here